×
Contact

রোমানিয়া


রোমানিয়া

রোমানিয়া ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য, যেখানে দক্ষ কর্মীদের জন্য রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ। রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ। এই দেশে চাকরি, শিক্ষা এবং ভ্রমণের সুযোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভিসার জন্য আবেদন করে। রোমানিয়া সেনজেনভুক্ত দেশ হওয়ায় ভ্রমণ ও কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। তাই রোমানিয়া ভিসার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বৈধ কাজের অনুমতি পেলে আপনি দেশটিতে কাজ করার পাশাপাশি সামাজিক ও আইনগত সুবিধা গ্রহণ করতে পারবেন। নির্মাণ, কৃষি, আইটি, উৎপাদনশিল্প এবং স্বাস্থ্যসেবার মতো খাতে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে, যা রোমানিয়ায় একটি স্থিতিশীল ও সমৃদ্ধ কর্মজীবন গড়ে তুলতে সহায়ক।

রোমানিয়া, যদিও ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য দেশ, তবে সম্প্রতি এটি শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে। এর মানে হলো, রোমানিয়া থেকে ইউরোপের অন্যান্য যেকোনো দেশে প্রবেশ করা যাবে। তাই রোমানিয়ার বৈধ অধিবাসীরা ও রোমানিয়ান নাগরিকরা সহজেই ইউরোপের অন্যান্য দেশে ভ্রমণ করতে পারে।


রোমানিয়ায় মাসিক বেতন কত টাকা

রোমানিয়ায় মাসিক বেতন কত টাকা, সেটা নির্ভর করে আপনার কাজের উপর। কারণ, একেক কাজের একেক মাসিক বেতন। তবে, রোমানিয়াতে যেকোনো কাজের মাসিক বেতন সাধারণত সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে  ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনার মাসিক বেতন সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কারণ, রোমানিয়াতে একজন দক্ষ লোকের মূল্য অনেক বেশি।


রোমানিয়া ভিসা চেক করার নিয়ম

ভিসা তৈরি হওয়ার পর তা আসল কিনা তা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। রোমানিয়া সরকার অনলাইনে ভিসা স্ট্যাটাস চেক করার সুবিধা দিয়েছে।

ভিসা চেক করার ধাপ:

    1. ভিসা চেক ওয়েবসাইট এ প্রবেশ করুন।
    2. ৯ ডিজিটের ভিসা স্টিকার নম্বর এবং পাসপোর্ট নম্বর দিন।
    3. চেক ইউর ভিসা স্টিকার” অপশনে ক্লিক করুন।
    4. আপনার ভিসার বর্তমান অবস্থা স্ক্রিনে প্রদর্শিত হবে।


    যোগাযোগ

    Location

    Banani DOHS, Level-4, House-57, Road-05, Banani, Dhaka-1206

    Call

    +88 01775-229511‬‬‬‬‬‬‬‬‬‬‬

    Open Hours

    Saturday-Thursday ( 09am-06pm)

    আমাদের মেসেজ দিন

    Loading
    Your message has been sent. Thank you!
    WhatsApp Icon
    Call via WhatsApp Call Directly Connect Messager