প্রতি
বছর অনেক মানুষ বিভিন্ন
এজেন্সি ও দালালের মাধ্যমে
অবৈধ পথে ইতালি বা
ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা
করেন। এই ধরনের পদ্ধতিতে
ইতালি যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্রতিবছর ইউরোপে যাওয়ার আশায় ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে হাজার হাজার মানুষ প্রাণ হারান। অন্যদিকে, আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে ইতালির কোনো প্রতিষ্ঠানের নিয়োগকারী বা মালিকের সাথে কথা বলে আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারেন। তাহলে তারা খুব সহজেই আপনার নামে Nulla osta ইস্যু করে আপনাকে ওয়ার্ক পারমিট বা ইতালিতে কাজ করার অনুমতিপত্র ও ভিসা দিতে পারেন।
+88 01631-489273 (Nizam)
Banani DOHS, Level-4, House-57, Road-05, Banani, Dhaka-1206
+88 01775-229511
Saturday-Thursday ( 09am-06pm)