হজ্জ ও উমরাহ মুসলিম জীবনের সবচেয়ে পবিত্র ইবাদতের মধ্যে অন্যতম। আল্লাহর ঘর কাবাঘর জিয়ারত করা প্রতিটি মুমিনের অন্তরের তীব্র আকাঙ্ক্ষা। নির্দিষ্ট সময়ে হজ্জ পালন করা ফরজ, আর উমরাহ বছরের যেকোনো সময়ে আদায় করা যায়। হজ্জ ও উমরাহর মাধ্যমে মুসলমানরা নিজেদের পাপমুক্ত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পান। এই পবিত্র সফরে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, ঐক্য এবং তাকওয়ার চর্চা গভীরভাবে প্রতিফলিত হয়।
Banani DOHS, Level-4, House-57, Road-05, Banani, Dhaka-1206
+88 01775-229511
Saturday-Thursday ( 09am-06pm)