×
Contact

ইতালি ওয়ার্ক ভিসা

ইতালিতে যাওয়ার প্রক্রিয়া এবং কাজের সুযোগ

Factory workers in Hungary

ইতালি ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য, যেখানে দক্ষ কর্মীদের জন্য রয়েছে নানাবিধ কর্মসংস্থানের সুযোগ। কাজের অনুমতি পেলে আপনি দেশটিতে বৈধভাবে কাজ করতে পারবেন এবং সেখানকার সামাজিক ও আইনগত সুবিধা উপভোগ করতে পারবেন। শিল্প, কৃষি, পর্যটন, স্বাস্থ্যসেবা এবং নির্মাণ খাতে বিশেষ করে কর্মীদের জন্য ইতালিতে চাহিদা রয়েছে, যা বিদেশিদের জন্য একটি আকর্ষণীয় কর্মজীবনের পথ তৈরি করে।


ইতালিতে কাজের সুযোগ

ইতালিতে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের ভিসা প্রচলিত রয়েছে। যেমন-

  • স্টুডেন্ট ভিসা
  • ওয়ার্ক পারমিট ভিসা
  • ট্যুরিস্ট ভিসা
  • মেডিকেল ভিসা

বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে কাজের জন্য বা উচ্চ শিক্ষার জন্য ইতালিতে যেতে চান।


স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার উপায় :

প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী ইতালিতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। ইতালির বিশ্ববিদ্যালয়গুলো গুণে মানে অনেক উন্নত। এছাড়া পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজেরও সুযোগ রয়েছে। আর পড়াশোনা শেষ হলে সেখানেই কাজ করা ও নাগরিক হওয়ার সুবিধা রয়েছে।
  • স্টুডেন্ট ভিসায় ইতালি যাওয়ার জন্য আপনাকে ওই দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে হবে।
  • ঐ শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করবে।
  • এবং আপনি ভর্তির জন্য নির্বাচিত হলে আপনাকে ঐ বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি নিশ্চিতকরণ পত্র দেওয়া হবে।
  • তখন বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি নিশ্চিতকরণ পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহকারে ভিসার জন্য আবেদন করতে হবে।
  • তাদের যাচাই-বাছাই প্রক্রিয়ায় আপনার সকল ডকুমেন্টস সঠিক প্রমাণিত হলে আপনাকে স্টুডেন্ট ভিসা প্রদান করা হবে।


ইতালির চাকরির বাজার প্রতিযোগিতামূলক, তবে কিছু নির্দিষ্ট খাতে অভিবাসীদের জন্য কাজের সুযোগ বেশি রয়েছে, বিশেষ করে যারা বিশেষ দক্ষতা সম্পন্ন অথবা যারা ইতালীয় ভাষা শিখতে আগ্রহী।

  • কৃষি (Agriculture): বিশেষ করে দক্ষিণাঞ্চলে, মৌসুমী কৃষি শ্রমিকের একটি ধারাবাহিক প্রয়োজন রয়েছে।
  • ম্যানুফ্যাকচারিং (Manufacturing): ইতালি ফ্যাশন, স্বয়ংচালিত এবং যন্ত্রপাতি শিল্পে শক্তিশালী ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র রয়েছে, যা বিশেষায়িত ভূমিকা সরবরাহ করতে পারে।
  • স্বাস্থ্যসেবা (Healthcare): ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা পেশাদারদের, বিশেষ করে নির্দিষ্ট অঞ্চলে, প্রায়শই চাহিদা থাকে।
  • পর্যটন ও আতিথেয়তা (Tourism and Hospitality): একটি প্রধান পর্যটন গন্তব্য হওয়ায়, ইতালি সবসময় হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন পর্যটন সেবায় কর্মীদের চাহিদা অনুভব করে। ইতালীয় এবং অন্যান্য ভাষায় দক্ষতা একটি গুরুত্বপূর্ণ সুবিধা।

ইতালিতে কোন ভিসায় যাওয়া ভালো:

কাজের জন্য যদি ইতালিতে যেতে চান, তাহলে দুই ধরনের ভিসা পাওয়া যায়: সিজনাল ভিসা ও নন-সিজনাল ভিসা। নন-সিজনাল ভিসা বেশি ব্যয়বহুল, তবে এই ভিসা দিয়ে দীর্ঘদিন ইতালিতে কাজ করা যায়। মেয়াদ সাধারণত দুই বছর, তবে পরবর্তীতে ভিসার মেয়াদ বাড়িয়ে নেওয়া যায়।
অন্যদিকে, সিজনাল ভিসা সাধারণত কৃষি কাজের জন্যই হয়। এছাড়াও, রেস্টুরেন্টের কাজে কিছু নন-সিজনাল ভিসা দেখা যায়। এই ভিসার মেয়াদ ৯ মাস পর্যন্ত হয়। কিছু ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকে, তবে তার সংখ্যা নিতান্তই কম। মেয়াদ শেষ হলে, অর্থাৎ ৯ মাস পরে দেশে ফেরত আসতে হবে। তা না হলে অবৈধ হিসেবে বিবেচিত হবেন।
অবৈধ অধিবাসী হয়ে ইতালিতে থাকলে কাজের সুযোগ কম পাবেন। কাজ পেলেও ইতালির বেতন কাঠামোর থেকে অনেক কম বেতন পাবেন। সাথে ধরা পড়ার ও দেশে ফেরত পাঠানোর ভয় তো আছেই।


ইতালিতে বেতন কত | ইতালিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন

পশ্চিম ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি। ইতালিতে বেকারত্বের হার খুবই কম। একই সাথে কাজের চাহিদার তুলনায় কাজ করতে আগ্রহী মানুষের সংখ্যাও খুব কম।
তাই প্রতি বছর বাইরে থেকে অসংখ্য লোক এখানে কাজের উদ্দেশ্যে আসে। ইতালিতে কাজের ধরন ভেদে সর্বনিম্ন ৯০০ ইউরো থেকে ১৫০০ ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায়। বড় শহরগুলোতে বেতনের পরিমাণ বেশি হয়ে থাকে।
এছাড়াও ইতালিতে দক্ষ ও পরিশ্রমী লোকের প্রচুর চাহিদা রয়েছে। তাই কাজের দক্ষতা ও ওভারটাইমের ওপর নির্ভর করে সাধারণ বেতন কাঠামো থেকেও অনেক বেশি উপার্জনের সুযোগ রয়েছে।


ইতালি সর্বনিম্ন বেতন কত:

ইতালিতে কাজের ধরন ও অঞ্চল ও অভিজ্ঞতাভেদে সর্বনিম্ন বেতন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারণ ইতালি সরকার জাতীয়ভাবে কোনো কাজের সর্বনিম্ন বা সর্বোচ্চ বেতন নির্ধারণ করে না।

তাই CBAs (Collective Bargaining Agreements) অনুসারে কাজের ক্ষেত্র ও পেশাভেদে বেতন নির্ধারণ করা হয়ে থাকে।

যেমন, কৃষিখাতে মাসিক সর্বনিম্ন বেতন ৮০০ ইউরো, খাদ্য ও পানীয় খাতে মাসিক সর্বনিম্ন বেতন ১০০০ ইউরো এবং শিল্পখাতে মাসিক বেতন সর্বনিম্ন ১২০০ ইউরোর আশেপাশে হয়ে থাকে।

এছাড়া, বড় প্রতিষ্ঠানগুলো বেশি এবং ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম বেতন প্রদান করে থাকে।


ইতালিতে সর্বোচ্চ বেতন কত:

সাধারণত নতুন অবস্থায় ইতালিতে সর্বোচ্চ বেতন পাওয়া যায় না। বেশিরভাগ প্রতিষ্ঠানেই বেসিক বা ন্যূনতম বেতন দিয়েই কাজ শুরু করতে হয়। পরবর্তীতে যোগ্যতা, পরিশ্রম ও অর্জিত অভিজ্ঞতা ভেদে সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি পায়।

ইতালি সরকার কর্তৃক কোনো সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কাঠামো নির্ধারিত নেই। তবে ইতালিতে আনুমানিক সর্বোচ্চ বেতন ৪৫০০ ইউরো থেকে ৫৬০০ ইউরো পর্যন্ত হতে পারে। গড়ে ইতালির মিলান শহরে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। যার গড় সর্বোচ্চ বেতন দাঁড়ায় ৪২৪০ ইউরো।


ইতালিতে বাংলাদেশিদের বেতন কত:

ইতালিতে কোনো সরকারি বেতন কাঠামো না থাকায় সকল বাংলাদেশির বেতন এক নয়। কাজ, দক্ষতা, পরিশ্রম ও প্রতিষ্ঠানভেদে তাদের সকলের উপার্জিত অর্থের পরিমাণ ভিন্ন। তবে গড়ে একজন বৈধ বাংলাদেশি ইতালীয় প্রবাসী প্রতি মাসে ৮০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন।


ইতালিতে কোন কাজের বেতন কত:

ইতালিতে কাজের প্রচুর চাহিদা থাকলে সরকারি ভাবে বেতন সংশ্লিষ্ট স্পষ্ট কোনো কাঠামো না থাকায় প্রায়শই কর্মীরা নানা রকমের দ্বিধা দ্বন্দ্বে ভোগেন।  তাই কোন কাজের বেতন কত পর্যন্ত হয়ে থাকে তা জানতে আমাদের নিচের দেয়া তালিকাটি অনুসরণ করতে পারেন।

  • সাধারণ শ্রমিকদের জন্য প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে ১৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • কৃষি কাজে প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে সর্বোচ্চ ২১০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • ড্রাইভিং কাজে প্রতি মাসে আনুমানিক বেতন ১০০০ থেকে ১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • কনস্ট্রাকশনের কাজে প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে ১২০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • জাহাজের কর্মী হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন ১৫০০ ইউরো থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • রেস্তোরাঁর কর্মী হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন ৮০০ ইউরো থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • ইলেকট্রিশিয়ান হিসেবে প্রতি মাসে আনুমানিক বেতন ২০০০ ইউরো থেকে ৪০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • মার্কেটিং কর্মী হিসেবে প্রতি মাসে বেতন ২০০০ ইউরো থেকে ৩৫০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • ফুড প্যাকেজিং কাজে প্রতি মাসে বেতন ৬৫০ ইউরো থেকে ৮০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।
  • কোম্পানির কাজে বেতন ৮০০ ইউরো থেকে ৫০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে।



Updated: Oct 07, 2025(2 months ago)

যোগাযোগ

Location

Banani DOHS, Level-4, House-57, Road-05, Banani, Dhaka-1206

Call

+88 01775-229511‬‬‬‬‬‬‬‬‬‬‬

Open Hours

Saturday-Thursday ( 09am-06pm)

আমাদের মেসেজ দিন

Loading
Your message has been sent. Thank you!
WhatsApp Icon
Call via WhatsApp Call Directly Connect Messager